সামনে এগিয়ে যেতে নারীদের যেসব প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয় তার মধ্যে ‘পিরিয়ডকালীন সমস্যা’ অন্যতম। এ সময়টা নারী স্বাস্থ্যের জন্য খুবই স্পর্শকাতর বলে তা মোকাবেলা করতে হবে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ উপায়ে।
মঙ্গলবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজে আয়োজিত এক সেমিনারের উদ্ভোধনী পর্বে বক্তারা এসব কথা বলেন।
‘বেটার ম্যানেজমেন্ট অব হেলথ অ্যান্ড হাইজেনি ডিউরিং মেনসট্রুয়াশন লিডস টু বেটার লাইফস্টাইল’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বসুন্ধরা গ্রুপের অধীন পরিচালিত ‘মোনালিসা উইমেনস ক্লাব’।
সেমিনারের উদ্ভোধনী পর্বে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের পেপার সেকশনের হেড অব ব্রান্ড সেলিম উল্লাহ সেলিম, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহার, বস্ত্র ও বুনন বিভাগের প্রধান অধ্যাপক সানজিদা হক প্রমুখ।
উপস্থাপনা করেন বসুন্ধরা গ্রুপের ব্রান্ড ম্যানেজার (হাইজেনি প্রোডাক্ট) মো. রবিউল আলম।
উদ্বোধনী পর্বের পর একান্ত সেমিনারে মেয়েদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে বক্তব্য দেন বারডেম হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাদিয়া সিদ্দিকী।
উপস্থিত নারীদের উদ্দেশ্য সেলিম উল্লাহ সেলিম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজকের এ কর্মসূচি। আমাদের লক্ষ্য কেবল পণ্য বিক্রি করে লাভ করাই নয়। পাশাপাশি আমরা চাই যাদের কাছে পণ্যটি বিক্রি করছি তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করতে। আপনারা উপকৃত হলেই আমাদের স্বার্থকতা।
কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার বলেন, নারীদের সামনে এগিয়ে যেতে হলে তাদের পিরিয়ডকালীন সমস্যা খুব সতর্কতার সঙ্গে মোকাবেলা করা জরুরি। এ বিষয়ে নারীদের হয়তো পর্যাপ্ত জ্ঞান থাকে না। সমস্যা থাকলেও লজ্জা ও ভয়ে অনেক সময় তারা তা শেয়ার করতে চায় না।
আশা করছি এ সেমিনারের মাধ্যমে কলেজের ছাত্রীরা তাদের বিভিন্ন সমস্যা বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে শেয়ার করবে ও সমাধান পাবে।
সেমিনার আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপকে বিশেষভাবে ধন্যবাদ জানান অধ্যাপক শামসুন্নাহার।
সেমিনারে উপস্থিত অতিথিদের মোনালিসা স্যানিটারি ব্যাকপ্যাক উপহার দেন সেলিম উল্লাহ। এছাড়া উপস্থিত ছাত্রীদেরকে মোনালিসা উইমেনস ক্লাবের সদস্যপদ দেওয়া হয়।
কর্মসূচি সম্পর্কে রবিউল ইসলাম বলেন, ‘অধিকার এবং মর্যাদায় নারী পুরুষ সমান’ স্লোগান নিয়ে এবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে মোনালিসা উইমেনস ক্লাব। স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলার পাশাপাশি আমরা চাই নারীরা তাদের অধিকার ও মর্যাদার বিষয়ে যেন সচেতন হয়ে ওঠে। নারী হয়ে জন্মে তারা যেন গর্ববোধ করতে পারে। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে মোনালিসা উইমেন্স ক্লাব।
0 Comments