তুলসীর যত গুণ

বহু গুণে গুণান্বিত একটি উদ্ভিদ তুলসী। তাই শুধু ভেষজ গুণের জন্য আপনি বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারেন।
এখানে তুলসীর এমন কিছু গুণের কথা জেনে নিন যা আগে হয়তো শোনেননি।

১. মনে রাখবেন তুলসী হল অক্সিজেনের শক্তিঘর। দিনে একবার অন্তত তুলসীগাছের সামনে এসে প্রাণভরে শ্বাস নিন। শরীরের ভিতরে কোনো সংক্রমণ থাকলে, দূর হবে।
২. ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনে অন্তত দুটো করে তুলসীর পাতা খান।
৩. মনে রাখবেন তুলসীর পাতা চিবিয়ে না খাওয়াই ভালো। তুলসীপাতা পারলে গিলে নিন। কারণ, তুলসীতে মার্কারির মতো কিছু যৌগ রয়েছে। এই মার্কারি দাঁতের জন্য খুবই ক্ষতিকারক।
৪. বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নেগেটিভ এনার্জি দূর করে। পজিটিভ এনার্জির জোগান দেয়। 


সূত্র: ইন্ডিয়া টাইমস

Post a Comment

0 Comments