যেসব খাবারে ভালো রাখবে চোখ - Health Tips and Top Bangla News

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। প্রযুক্তির উন্নয়নে সময়ের সাথে তাল মেলাতে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ব্যবহারের কারণে শরীরের মহা মূল্যবান অঙ্গটির ওপর পড়ছে বাড়তি চাপ৷ হরহামেশা কপালে উঠে যাচ্ছে চশমা। তাই আসুন জেনে নিই চোখকে সুস্থ রাখতে পারে এমন কিছু খাবার সম্পর্কে।


সবুজ শাক-সবজি

স্বাস্থ্য সচেতন সবাই কম-বেশি জানেন যে, নিজেকে সবুজ বা তরুণ রাখার মূলমন্ত্র হলো সবুজ শাক-পাতা খাওয়া৷ চোখের স্বাস্থ্যের জন্যও প্রয়োজন সবুজ শাক-সবজি, কারণ সবে আছে অ্যান্টি অক্সিডেন্ট আর লুটিন, যা কোনো নীল আলো বা লাইটকে চোখের রেটিনার ওপর প্রভাব ফেলা থেকে বিরত করে৷

মুরগির মাংস

মুরগির মাংসে রয়েছে প্রচুর জিঙ্ক এবং ভিটামিনবি, যা চোখের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে৷ মুরগির মাংস নানাভাবে খাওয়া যেতে পারে৷ এমন কি ছোটরাও খেতে পারে এই মাংস৷

কমলালেবু

কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে লুটিন এবং ভিটামিনসি, যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী৷ ভিটামিনসি চোখের দৃষ্টি স্বাভাবিক রাখতে সহায়তা করে৷

ডিমের কুসুম

ডিমের কুসুমের গুণের কথা কম-বেশি সবাই আমরা জানি৷ এতে রয়েছে লুটিন এবং যথেষ্ট পরিমাণে জিংক, যা চোখকেমাসকুলার ডিজেনারেশন সমস্যা থেকে বাঁচায়৷ সমস্যা সাধারণত ৫০ বছর বয়সের পরে দেখা দেয়৷

ওমেগা ফ্যাটি অ্যাসিড

যেসব মাছে ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে, সেগুলো চোখের জন্য বেশ উপকারী৷ স্যামন, সার্ডিন, ম্যাকরেল, কড, টুনা সব মাছ চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং চোখকে নানা সমস্যা থেকে দূরে রাখে৷

প্রোটিন

শরীরে প্রোটিনের অভাব হলে নানা সমস্যা দেখা দিতে পারে৷ তাই মাছ, মাংস, দুধ ইত্যাদি খেতে হবে আর তা একেবারে ছোটবেলা থেকেই৷

রঙিন ফল সবজি

হলুদ, সবুজ, কমলা রঙের, অর্থাৎ গাজর, কমলা, পেঁপে, ক্যাপসিকাম, ভুট্টা ইত্যাদি বিভিন্ন রঙের ফলমূল শাক-সবজি, যেগুলোয় ভিটামিন আছে, এমন খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত৷ নিয়মিত এই কাজটি করলে চোখের স্বাস্থ্যের যত্ন নেয়া হবে৷

টমেটো

অতিরিক্ত আলোতে কাজ করার ফলে যে সমস্যা হয়, তা কমায় টমেটোয় থাকা লাইকোপিন৷ চোখের জন্য যা দরকার, যেমন আঁশ, খনিজ ক্যারোটিন সবই রয়েছে রসালো টমেটোতে৷

বাঁধাকপি

বাঁধাকপি শীতকালীন সবজি। এতে রয়েছে প্রচুর ভিটামিনসি যা চোখের জন্য ভালো৷ বাঁধাকপি দামে সস্তা এবং সব জায়গায় পাওয়া যায়৷

গাজর

গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, যা চোখের জন্য অত্যন্ত উপকারী। গাজর চোখের জ্যোতি বাড়ায় এবং ছানি পড়া রোধ করে। তাই ছোটবেলা থেকেই শিশুদের গাজর খাওয়ার অভ্যাস করা প্রয়োজন৷ তাছাড়া মিষ্টি আলুতেও রয়েছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন৷

চোখকে গুরুত্ব দিন

সুন্দর এই পৃথিবীতে আমরা সুন্দর, স্লিম আর সুস্থভাবে বেঁচে থাকার জন্য কত কী- না করি৷ অথচ অবহেলিত হয় আমাদের চোখ দুটো৷ চোখের বাহ্যিক সৌন্দর্যের জন্য কসমেটিক্সের কথা যেভাবে ভাবা হয়, চোখের ভেতরের স্বাস্থ্যের কথা সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। কারণে অকালেই চোখের নানা সমস্যায় পড়তে হয়। প্রয়োজনীয় ভিটামিনযুক্ত খাবার নিয়মিত যথেষ্ট পরিমাণে খেলে চোখ থাকবে সুস্থ৷




সূত্র : ডয়চে ভেল

Post a Comment

0 Comments